ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ নয়: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৩৯, ১০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশে করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তা বন্ধ করে যেন সভা-সমাবেশ না করা হয়। ছুটির দিনে বড় সমাবেশ করা হবে, যাতে কারও দুর্ভোগ না হয়।

আওয়ামী লীগের প্রার্থীরা রোববার সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলে জানান ওবায়দুল কাদের।

এরআগে শনিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা (বিএনপি) নির্বাচনে অংশ নি‌চ্ছে, এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী। রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে তিনি ব‌লেন, গ‌রম গরম ভাষণ, আ‌ন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পষ্ট লঙ্ঘন।

 টিআর/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি