ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রায়েরবাগে পিকআপের ধাক্কায় এক যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাগে পদচারী সেতুর নিচে পিকআপ ভ্যানের ধাক্কায় মানিক (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন।
আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির জানান, পদচারী সেতুর নিচে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় মানিক আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহত যুবক কদমতলী এলাকায় থাকতেন। বাসচালকের সহকারী মানিক কর্মস্থলে যাচ্ছিলেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি