ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রিভিউ খারিজ : মোশাররফ-মওদুদের দুর্নীতি মামলা চলবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১০ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৫৯, ১০ জুলাই ২০১৭

ছবি : মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন

ছবি : মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন

 সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে এই দুজনের বিচারের ক্ষেত্রে যে বাধা ছিল তা কেটে গেছে। 

দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলা দুটি বাতিলের আবেদন তিন বছর আগে আপিল বিভাগে খারিজ হওয়ার পর সেই রায় পুর্নবিবেচনার আবেদন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই দুই সদস্য।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারকের বেঞ্চ সোমবার ওই রিভিউ আবেদন খারিজ করে দেন।

ফলে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ দুটি মামলা চলতে আর কোনো বাধা থাকল না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান।

মোশাররফের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ আহমদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ জুলাই সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদ আহমদকে নোটিস দেয় দুদক।

নোটিস অনুযায়ী একই বছরে ১৭ কোটি ৭০ লাখ টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন মওদুদ। এর মধ্যে নয় কোটি ৪ লাখ টাকার অর্জিত সম্পদ অবৈধ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

অপরদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা মডেল থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলা বাতিলে ড. মোশাররফ ও মওদুদ হাই কোর্টে আবেদন করেন। হাই কোর্ট তাদের আবেদন খারিজ করে দিলে আপিল করেন তারা। আপিলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ২১ মে তা খারিজ করে দেন আপিল বিভাগ।

এরপর দুজনই আপিলের রায় পুর্নবিবেচনার আবেদন করেন, যা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ খারিজ করে দিলেন।

//এআর//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি