ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রোজার আগেই রাজধানীতে পানির কৃত্রিম সঙ্কট (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৭ মার্চ ২০২৩

রোজার আগেই তৈরি হয়েছে পানির কৃত্রিম সঙ্কট। এই সুযোগে সক্রিয় ওয়াসার সিন্ডিকেট। তবে নিরবচ্ছিন্ন পানি প্রাপ্তির দাবি রাজধানীবাসীর। 

বেশ ক’বছর ধরেই নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ছিল রাজধানীর মহম্মদপুর, আদাবর আর শ্যামলীতে। সম্প্রতি এসব এলাকায় দেখা দিয়েছে পানি সমস্যা। সবচেয়ে বেশি প্রকট কৃষি মার্কেট এলাকায়। মহল্লাবাসীর শেষ ভরসা যেখানে গাড়িবাহী পানি। 

"সিরিয়াল ধরে ক্যাম্প থেকে পানি এনে খাওয়া লাগে।" বলেন একজন। 

"পানিটাই তো দুই নম্বর, ওয়াসার মধ্যে ময়লা পানি দিচ্ছে নাকি ড্রেনের পানি দিচ্ছে তা তো কেউ খেয়াল রাখেনা।" বলেন আরেকজন। 

"ছোট ছোট বাচ্চা আছে, সবার গোসল খাওয়া, ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে পানি এনে কি আর গোসল করা সম্ভব!" বলেন আরেক ভুক্তভোগী। 

প্রতিবার রোজা শুরু হলেই কৃত্রিম সঙ্কটের আড়ালে পানির ব্যবসা করেন ওয়াসার কিছু কর্মচারী। সাথে যুক্ত থাকেন প্রতিষ্ঠানটির গুটিকতক কর্মকর্তা। পকেট সমস্যা দেখিয়ে গাড়িবাহী পানি কিনতে বাধ্য করেন তারা। 

"প্রত্যেক রোজার মাসে পানি কিনতে হয়, নাহলে পানি একদিন দেয় তো একদিন দেয়না।" বলেন একজন ভুক্তভোগী।

ইতোমধ্যে পানি সমস্যা শুরু হয়েছে মিরপুর, বাড্ডা, মান্ডা, মানিকনগর, পুরোন ঢাকাসহ আরও কিছু এলাকায়। রমজানে তাই এরতরফা পানি চান এসব এলাকার মানুষ।

এসবি/ 
 

 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি