ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রোটারি গভর্নরের বার্ষিক কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ১৬:৩২, ৩০ জুন ২০১৯ | আপডেট: ১৬:৪৬, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রোটারির ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসূচি ঘোষণা করেছেন রোটারি গভর্নর এম খায়রুল আলম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক গভর্নর এএফএম আলমগীর, হাফিজুল্লাহ, গভর্নর (নির্বাচিত) মো: রুবাইয়াত হোসেন, ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটান রোটারির প্রেসিডেন্ট স্বদেশ দেবনাথ এবং সাবেক গভর্নররা।

এ বছরের রোটারি থিম নির্ধারন করা হয়েছে ‘ রোটারি কানেক্টস দ্য ওয়ার্ল্ড’। সারাবিশ্বের সব শুভ কাজ ও শক্তিকে একসাথে যুক্ত করে বিশ্বমানবতার সেবায় উদ্ধুদ্ধ করতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি