ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

রোভার মুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:০৬, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৬, ২৬ জানুয়ারি ২০১৭

শিশু কিশেরদেরকে সুশৃঙ্খল জীবন যাপন আর সততা ও দায়িত্বশীলতার দীক্ষার দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের মানিকদাহে ১১ তম জাতীয় রোভার মুটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের সীমিত সম্পদের সঠিক ব্যবহারের চর্চা করারও পরামর্শ দেন তিনি। জাাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের মানিকদাহের বঙ্গবন্ধু এরিনায় ১১ তম জাতীয় রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশের বিভিন্ন প্রান্ত ও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আসা দশ হাজার স্কাউটের অংশ গ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহন করেন। সততা ও দায়িত্বশীলতার সাথে প্রতিটি শিশু কিশোরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানান তিনি। প্রাকৃতিক সম্পদ রক্ষায় দেশের শিশু-কিশোরদের সচেতন কওে তোলার প্রতিও জোরদেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী মুট উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি