ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

লঞ্চ চলতে দেওয়ার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২২ মে ২০২১

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থা আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলতে দেওয়ার দাবি জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে আজ শনিবার (২২ মে) বেলা ১১টায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে প্রণোদনার জন্য আবেদন করা হয়েছিল তা অবিলম্বে বন্টনের দাবি জানান। 

বদিউজ্জামান বাদল বলেন, করোনাকালে  শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বণ্টনের দাবি জানাচ্ছি।

একইসঙ্গে এনবিআরের ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডাব্লিউটিএ-এর ছয় মাসের কারভেন্সি ও বার্লিং চার্জ মওকুফ, নৌপরিবহন অধিদপ্তরের ছয় মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ছয় মাসের সুদ মওকুফ করার দাবি জানান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি