ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লরি উল্টে বিমানবন্দর সড়কে ছড়িয়ে পড়ল জ্বালানি তেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোল চত্বরের কাছ থেকে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি তেলবাহী লরি। প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল ট্যাংকারটিতে। এতে ওই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেল রাস্তায় গড়িয়ে পড়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনার কারণে মহাখালী থেকে টঙ্গীমুখী অংশে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বিমানবন্দর গোল চত্বর থেকে ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি।

তিনি জানান, লরিটি মেঘনা পেট্রোলিয়ামের নারায়ণগঞ্জ ডিপো থেকে ডিজেল নিয়ে টঙ্গীর এশিয়ান পেট্রল পাম্পে যাচ্ছিল। বিমানবন্দর গোল চত্বরের কাছে আসলে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। তাতে একটি চাকা খুলে গেলে লরিটি কাত হয়ে উল্টে পড়ে। এতে ওই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেল রাস্তায় গড়িয়ে পড়েছে।
পরে পুলিশের রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলা হয়।

আর/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি