ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

লোকসান দিয়ে আর কতদিন চলবে বিআরটিসি: কাদের

প্রকাশিত : ১৪:৩৪, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বার বার লোকসান দিয়ে বিআরটিসি আর কতদিন চলবে বলে প্রশ্ন রেখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক সভার পর এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের,বলেন, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে।

সেতুমন্ত্রী বলেন, সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে তা দেখতে হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি