ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

শওকত ওসমান সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তা-চেতনা ও মানস গঠনে ভূমিকা রেখেছেন

প্রকাশিত : ১৮:১৪, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ২৬ জানুয়ারি ২০১৭

সমাজ সচেতন লেখক শওকত ওসমান সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তা-চেতনা ও মানস গঠনে ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম নগরীর ডিসি হিলে নজরুল স্কয়ার মঞ্চে কথাসাহিত্যিক শওকত ওসমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ’কথা বলেন তারা। জন্মশতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান ডক্টর অনুপম সেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর শিরীন আখতার, শহীদ জায়া বেগম মুশতারী শফী ও শওকত ওসমানের সন্তান জানেসার ওসমান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি