ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

শরিকদের বিরোধী দলের ভূমিকায় থাকা ভালো : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ১৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫৯, ১৭ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।’

আগামী ১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ কথা বলেন।
শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪-দলীয় জোট আদর্শিক জোট, রাজনৈতিক জোট। এটি কোনো নির্বাচনী জোট নয়।

সেতুমন্ত্রী বলেন, ‘পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বিপুল বিজয় উপহার দিয়েছে। আর বিজয় জনগণের প্রতি বিশাল দায়িত্বের নামান্তর। তাই সরকার জনগণের অসুবিধা হয়, কষ্ট হয় এমন কোনো কিছু করবে না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর ঐক্যফ্রন্টে ভাঙ্গনের সুর দেখা গেছে। জোটটির নেতারা একেকজন একেকভাবে কথা বলছেন। তাদের বক্তব্য শুনে মনে হয়, তারা বেপরোয়া, ভয়ঙ্কর।’
জোটে কোনো ভুল বোঝাবুঝি নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪-দলীয় জোট থাকছে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এমনকি কোনো টানাপোড়নও নেই আমদের মাঝে।
বিজয় সমাবেশের প্রস্তুতি শেষের দিকে জানিয়ে কাদের বলেন, ‘প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে মাঝে একদিন বাকি। বিজয় উপলক্ষে আমাদের মঞ্চ সাজসজ্জা প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ঢাকা এবং ঢাকার আশপাশে বিভিন্ন শাখা এবং পার্টির নেতাকর্মীরা প্রস্তুত। বিশাল বিজয়ের পর বিশাল সমাবেশ হবে। বিশাল বিজয় পরে আমরা সেভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। আমরা আমাদের নেত্রীর নির্দেশে আনন্দ মিছিল ও অন্যান্য ছোট খাটো উৎসব পরিহার করেছি। আমরা সংযম সহিষ্ণুতা প্রদর্শন করেছি।’
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোট ২৮৮ আসনে জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৯ আসনে জয় পেয়েছে। এ বিজয়কে বরণ করতে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি