ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫

শহীদ জিয়ার মাজারে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদ মুরাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার। 

শুক্রবার বিকালে হাজারো নেতাকর্মীর বহর নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ জিয়ার মাজারের আশেপাশের এলাকা।  

মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আসাদ মুরাদ তালুকদার। 

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বিএনপি’র অন্যতম মনোনয়ন প্রত্যাশী আসাদ মুরাদ তালুকদার বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঢাকার রাজপথে যেভাবে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আন্দলোনের মাঠে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তেমনি দেশনায়ক জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ গঠনে তার কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিবেন। 

বিএনপি’র দেয়া ৩১ দফার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালেই দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে এদেশের সব শ্রেণীপেশার মানুষের স্বপ্নের বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছেন। তার এক কর্মী হিসেবে আমরা নিজ নিজ অবস্থান থেকে আপামর মানুষের কাছে ৩১ দফার বিষয়টি আমরা পৌছে দিচ্ছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি