ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিলসহ মনোয়ন কিনলেন বিএনপির ৫ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৫২, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির পাঁচ প্রার্থী। এরা হলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মেজর (অব.) আখতারুজ্জামান, এম এ কাইয়ুম, শাকিল ওয়াহেদ ও গতবারের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। 

রোববার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় মনোয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা আগামীকাল সোমবার জানানো হবে।

জানা গেছে, বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ প্রথমে মনোনয়ন ফরম নেন। এরপর মনোনয়ন ফরম নেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত মনোনয়ন ফরম নেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দুপুর ২টার দিকে মনোনয়ন ফরম নেন। সর্বশেষ বেলা আড়াইটায় গতবারের প্রার্থী তাবিথ আউয়াল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি