ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে রোহিঙ্গা নারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক গণমাধ্যমকে জানান, আটক রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। তার বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। গত এক বছর যাবত রামিদা বাংলাদেশে বসবাস করে আসছেন।

তিনি বলেন, সম্প্রতি তিনি যশোরের মনিরামপুর এলাকায় ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। আর চট্টগ্রামের চার আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করেছেন। গতকাল মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তার।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি