ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসলে কুলদীপ সিং নামে ওই যাত্রীকে আটক করা হয়।

ওই যাত্রীর কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স৭৮৭ ফ্লাইটে আগত ওই যাত্রীকে অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার জুতা হতে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। পরে শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি