ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শাহজালালে ৭ কেজি সোনাসহ মালয়েশিয় আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫২, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক হয়েছেন। গতকাল রোববার রাতে তাঁকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক বিভাগের সদস্যরা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

আটক ব্যাক্তির নাম সিয়ান জি কিয়ং (৪৭)। তিনি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক। তাঁকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কাস্টমস বিভাগের উপপরিচালক ওথিলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালিন্দ এয়ারের ওডি-১৬৬ বিমানটি গতকাল রাত ১০টায় শাহজালালে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন এই মালয়েশিয়ান নাগরিক। 

ওথিলো চৌধুরী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁকে চ্যালেঞ্জ করে। এ সময় তল্লাশি করে তাঁর পরনে থাকা জ্যাকেটের ভেতর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। সোনাগুলো জ্যাকেটের সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো ছিল।

তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১ কেজি করে মোট পরিমাণ ৭ কেজি। আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি