ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

শাহবাগ অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৮, ২৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিন বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শাহবাগ থেকে রমনা, টিএসসি, নীলক্ষেত, কাওরান বাজারের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

তাদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‌‌কোটা প্রথা বাতিল কর', মেধা দিয়া দেশ গড়', '২৪ এ এত লাশ, এখন কেন কোটা চাস', '২৪ এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার', 'ডিপ্লোমেরা ভুয়া, ভুয়া ভুয়া', 'ডিপ্লোমাদের গদিতে জ্বালরে জ্বালো, আগুন জ্বালো' ও 'কোটা না মেধা, মেধা মেধা'সহ বিভিন্ন স্লোগান দেন। 

এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহবাগ পিজি হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। 

এর আগে  মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ।

তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

তাদের দাবিগুলো হচ্ছে-
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি