ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বই পড়া শিক্ষার্থীদের মধ্যে অসম্ভব হারে কমে এসেছে বলে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস শিক্ষক ড. আনিসুজ্জামান বলেছেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে।

আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সেলিম আজাদ চৌধুরীর দুটি বই এর প্রকাশনা উৎসব অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প ও উপন্যাসের বই পড়াতে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও জানান, সেলিম আজাদ চৌধুরীর অনেক ভালো মানের লেখক। এবারের বই মেলাতে দুইটি বই নিয়ে আসছে তিনি।

সেলিম আজাদ চৌধুরীর বই দুটি হলো ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’ ও ‘কোন কূরে মোর ভিড়ল তরী’ ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক সেলিনা হোসনে, কবি হেলাল হাফিজ, কবি হাসান হাফিজ, সাংবাদিক দিল মনোয়ারা মনু প্রমুখ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি