ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

শিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২১ নভেম্বর ২০১৯

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। 

শিল্পীর মেয়ে জুঁই বশীর এ বিষয়ে বলেন, ‘বাবা ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। ফুসফুস ঠিকমতো কাজ করছে না। হার্টের অবস্থাও ভালো না।’

তিনি আরও বলেন, ‘বাবা কথা বলছেন। কিন্তু খানিক পর হাঁপিয়ে উঠছেন।’

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর কিডনি, ফুলফুস ও হৃদযন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয়। ১ মাসের মধ্যে দ্বিতীয়বার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

উল্লেখ্য, শিল্পী মর্তুজা বশিরের জন্ম ১৯৩২ সালেরে ১৭ আগস্ট। তার বাবা ড. মুহাম্মদ শহীদুল্লাহ আর মা মরগুবা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট মুর্তজা বশির। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে এবং এক ছেলের পিতা। ছোট মেয়ে এবং ছেলে ব্যাংকার। বড় মেয়ে কাছাকাছি থাকেন তাদের।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি