ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শুক্রবার থেকে বাসের আগাম টিকেট

প্রকাশিত : ১৬:১০, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন ঈদযাত্রায় বাসের আগাম টিকিট মিলবে আগামী শুক্রবার (১৭ মে) থেকে দেওয়া হবে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ। আজ সোমবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে শেষে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। প্রচণ্ড গরমে যাতে মানুষকে দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য শামিয়ানা বা এর বিকল্পব্যবস্থা নিতে বলা হয়েছে।

অতিরিক্ত ভাড়া বন্ধ করার কথা জানিয়ে তিনি বলেন, কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সে জন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। বাস ভাড়া সম্পর্কে রমেশ চন্দ্র ঘোষ বলেন, দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সে অনুযায়ী গত দুই বছরের ন্যায় বাসের এসি ও নন-এসি টিকিটের দাম এবারও থাকছে।

চার্টের বাইরে কেউ বেশি ভাড়া নিলে ঐ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি