ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে

শুক্রবার পাঁচ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিবে এবিএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:৩১, ২৩ ডিসেম্বর ২০২১

বাংলাদেশের সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন (এবিএফ)।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় সঙ্গীত ও নৃত্যশালা মিলয়াতনে (মৎস্য ভবনের পেছনে) এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা এ এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন খাতে অবদান রেখেছেন এমন পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হবে।

তারা হলেন- স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু, ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শাহীন সামাদ, বীরপ্রতীক মেজর (অবঃ) ওয়াকার হাসান ও বীর মুক্তিযোদ্ধা মিনু হক।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি