ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

‘শেখ হাসিনাকে টাকা তুলে দেশে আনবো’ বলা ভাইরাল যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সেই যুবকও, যিনি ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ — এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

আশিকুর রহমান তানভীর (১৯), ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়া।জফরী অভিষেক সিকদার (২১), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকা।আবু সফিয়ান (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও।মো. শাকিল মিয়া (১৯), কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। তখন সচিবালয়ের সামনে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। ভাইরাল হওয়া ওই যুবক শাকিল মিয়া বলেন, “সরকার যদি ছাত্র সমাজের দাবি না মানে, তাহলে আমাদের আন্দোলনের কী ফলাফল? আমি তিনদিন টিয়ারশেল লেগে আহত অবস্থায় ছিলাম।”

ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি