ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

‘শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে মহাবিজয় পেয়েছে আওয়ামী লীগ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৫৪, ১৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে মহাবিজয় পেয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীতে আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে এমন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন আর অবলম্বন কি? ১০ বছর ধরে একটা আন্দোলন করতে পারে নি। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে চরমভাবে পরাজিত হয়েছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, এখন তাদের নালিশ ছাড়া আর কোন অবলম্বন নেই।’

তিনি বলেন, ‘বিএনপি নেতারা দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। সেটা তাদের পুরানো অভ্যাস, পুরোনো অভ্যাসের পুনরাবৃত্তি হচ্ছে। এখানে আমাদের কি বলার আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব কথা বার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি