ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শ্রীলংকায় হামলার ঘটনায় সম্প্রীতি বাংলাদেশের শোক ও নিন্দা

প্রকাশিত : ১১:০০, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:১৫, ২৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গত রবিবার ইস্টার সানডে প্রার্থনার মধ্যে শ্রীলংকায় দুই দফায় তিন গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২৭ বিদেশি নাগরিকসহ অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এক বিবৃতিতে তারা বলেন, ক্রাইস্টচার্চ থেকে কলম্বো, সর্বত্রই সন্ত্রাসবাদের থাবা বিস্তার করতে চাইছে। সন্ত্রাসীদের পরিচয় তারা ‘সন্ত্রাসী’। তাদের কোনো জাত-ধর্ম নেই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ক্ষত না শুকোতেই শ্রীলংকায় এ ধরণের ঘটনা উপমহাদের শান্তির জন্যও হুমকিস্বরূপ। আমরা এর নিন্দা জানাই।

একই সঙ্গে শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি