ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংলাপে যাননি গয়েশ্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যাননি বিএনপি নেতা গয়েশ্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ হয়ে পড়ায় সংলাপে যেতে পারেননি।

গয়েশ্বরের বক্তিগত সহকারী মো. শাহীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্যার, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য সংলাপে যেতে পারেননি।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণভবনে প্রথমে যে ১৬ জনের তালিকা দেওয়া হয়, তাতে ছিলেন না বিএনপির স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ সদস্য। পরে আরও পাঁচ সদস্যের তালিকা যুক্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই তালিকাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে গয়েশ্বরের নাম যুক্ত করা হয়। নির্ধারিত সময়ে ড. মঈন খান সংলাপে অংশ নিতে গণভবনে যান। পরে রাতে জানা যায়, অসুস্থতার কারণে গয়েশ্বর চন্দ্র রায় সংলাপে আসতে পারেননি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি