সংস্কারের প্রশ্নে বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি: নাহিদ ইসলাম
প্রকাশিত : ১৮:৪৬, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:২১, ১২ জুলাই ২০২৫

সংস্কারের প্রশ্নে কোনো রূপরেখায় বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি কবলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
২-৩টি আসন দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনার অপচেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে—তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।
নাহিদ বলেন, ৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম—আসুন, জাতীয় সরকার গঠন করি, বিভাজনের ঊর্ধ্বে গিয়ে দেশকে পুনর্গঠন করি। কিন্তু তারা সেই প্রস্তাবে সায় দেয়নি। তাদের একমাত্র আগ্রহ ক্ষমতার ভাগাভাগিতে।
তিনি অভিযোগ করেন, বিএনপি কখনও বলে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কখনও ৬ মাসের মধ্যে। সংস্কারের কোনো রূপরেখায় তারা আমাদের পাশে দাঁড়ায়নি।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনিম জারা। পথসভা শেষে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন নেতারা।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি নির্মূলে গ্রামে-গ্রামে, পাড়া-মহল্লায় সংগঠন গড়ে তুলতে হবে।
এসএস//
আরও পড়ুন