ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে তারা অবস্থান নিলে গেটগুলো বন্ধ করে দেয়া হয়।

শেখ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন। 

এদিকে আইন উপদেষ্টা মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও পরিস্থিতি শান্ত হয়নি। শিক্ষার্থীরা "ভুয়া ভুয়া" এবং "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান দিতে শুরু করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সাংবাদিকদের উপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা। লাশের সংখ্যা কম বলছে বলে তাদের অভিযোগ। ক্যাম্পাসে পুলিশ মোতায়েনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক‍্যান্পাস থেকে পুলিশ প্রত্যাহার করতে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- লাশের সংখ্যা লোকানো হচ্ছে। নিহতদের নাম-ঠিকানা ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট) কলেজের ভেতরে দুই উপদেষ্টা ও  প্রধান উপদেষ্টার প্রেস সচিব আটকা পড়ে আছেন।

মাইকে ঘোষণা দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ, বলছে শিক্ষার্থীদের মাঠ ত‍্যাগ করতে। কারণ এখানে বহিরাগত ও সন্ত্রাসীরা ভেতরে প্রবেশ করছে।

এর আগে, সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী কলেজের সামনের গোলচত্বরে জড়ো হয়ে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে দুপুর সাড়ে ১২টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলতে না এলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি