ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘সব পাস্তু‌রিত দু‌ধে অক্সিটেট্রাসাইক্লিন এন্টিবায়োটিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:২৩, ২৮ জুলাই ২০১৯

বাজারজাতকরণ সব পাস্তু‌রিত দু‌ধে কমবেশি অক্সিটেট্রাসাইক্লিন এন্টিবায়োটিক পাওয়া গে‌ছে ব‌লে জানিয়েছেন হাইকোর্ট।                 

বিচারপ‌তি সৈয়দ রেফাত আহ‌মেদ ও বিচারপ‌তি ইকবাল ক‌বি‌রের বেঞ্চ এ তথ্য জানান। 

এর আগে বিএসটিআই পাস্তুরিত তরল দুধের পরীক্ষার প্র‌তি‌বেদন তু‌লে ধ‌রে। জনস্বা‌স্থ্যের প্র‌তি‌বেদ‌নে ১৪টি কোম্পা‌নির ক্যাড‌মিয়াম লেড সবগু‌লো টেস্ট ক‌রেনি, এ‌ন্টিবা‌য়ো‌টিক ও ক‌লিফর্ম টেস্ট ক‌রে‌ছে ব‌লে জানায় আইনজীবী।  

বিএস‌টিআই প্রতি‌বেদনে বলা হয়- মিল্ক ভিটা, মৌ মিল্ক, ডেইরি‌রি ফ্রেশ, ফার্ম ফ্রেশ, ইগ্লু মি‌ল্ক আড়ং, প্রাণ, আইলানেও পাওয়া গে‌ছে ক্ষ‌তিকর উপাদান।  

নিরাপদ খাদ্য কতৃপক্ষ আইনজীবী ফ‌রিদ জানান, ‘লিড, ক্যাড‌মিয়াম আড়ং ও ফার্ম ফ্রেশসহ ১০টিতে পাওয়া গে‌ছে ক্ষ‌তিকর উপাদান।’  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি