ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব কড়া নজরদাড়িতে আছে: র‍্যাব মহাপরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সাইবার ওয়ার্ল্ডে ছড়ানো বিভিন্ন ধরনের প্রপাগান্ডায় নগরবাসীকে আতঙ্কগ্রস্ত না হতে আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদাড়িতে রয়েছে বলে জানান তিনি।

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত প্রাঙ্গণ পরিদর্শন করে একথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, সব নজরদাড়িতে আছে। তাই গুজবে কেউ কান দেবেন না।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরের আইনি প্রক্রিয়া শেষে টানটান উত্তেজনার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার।

মামলার নথি থেকে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি