ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমাজ এখন অনেক বেশি নিষ্ঠুর: সিরাজুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর হয়েছে যা কোনোভাবেই মুক্তিযুদ্ধের স্বপ্নের সাথে যায় না। বৃহস্পতিবার রাজধানীতে ‘তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৫ বছর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গোলটেবিল বৈঠকের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

 সিরাজুল ইসলাম বলেন, সমাজ তার জবাবদিহিতা হারিয়েছে বলে দীর্ঘসময় পার হলেও ত্বকি, তনুসহ এসব হত্যার কোনো বিচার হচ্ছে না। বেঁচে থাকলে ত্বকির বয়স হতো ২২। কিন্তু সে চিরকালের জন্য কৈশোরের এই ছবিতেই আটকে আছে। সমাজের নিষ্ঠুরতা যে কেবল ত্বকিকে বাঁচতে দেয়নি, তা নয়, বরং ত্বকী হত্যার পাঁচ বছর পরে এসেও তার বাবাকে পূত্র হত্যার বিচার চেয়ে ব্যানারে লিখতে হয়েছে ত্বকী হত্যা ও বিচারহীনতার পাঁচ বছর।

তিনি আরো বলেন, স্বাধীনতার আকাঙ্খা ছিল বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অথচ সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। সমাজে প্রতিনিয়ত যে অপরাধ হচ্ছে ত্বকী হত্যা তার একটি প্রমাণ।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এই শিক্ষাবিদ বলেন, একাত্তরে যুদ্ধ করে স্বাধীন হলাম কিন্তু আমরা দেখলাম এ স্বাধীনতার মধ্য দিয়ে মানুষের মুক্তি আসেনি। কেননা রাষ্ট্র আগের মতোই রয়ে গেছে। কেবল আগের মতো না বরং তার আয়তন ছোট হয়েছে কিন্তু তার চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। ত্বকী হত্যার মামলার ক্ষেত্রেও দেখি জবাবদিহিতা নেই। সবাই জানে কারা হত্যা করেছে। তবুও কেউ কিছু জানে না।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজ বাংলাদেশে যেভাবে নারী গণধর্ষণের শিকার হচ্ছে সেরকম ইতিহাস আমাদের নেই। বাংলাদেশে এখন শিশু ধর্ষণ হচ্ছে। ধর্ষণ করে তাকে হত্যা করা হচ্ছে। এই যে বর্বরতা। এই বর্বরতার একটি অংশ হচ্ছে এই ত্বকীর হত্যা”।

গোলটেবিল বৈঠকে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে এমন এক সময় চলছে যেখানে প্রতিনিয়ত মানুষকে বোকা বানানো হচ্ছে। ত্বকীর মতো যে খুনগুলো হয়েছে সে খুনের হত্যাকারীদের বিচার ছাড়া আমরা অন্য কোনো কথা শুনতে চাই না। জনগণকে বোকা বানানো আর সম্ভব হবে না।’

সভায় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রাফিউর রাব্বি, সদস্য সচিব হালিম আজাদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বাসদ নেতা রাজেকুজ্জামান রতনসহ সুশীল সমাজের প্রমুখ ব্যক্তিবর্গ।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি