ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সমালোচনার জবাব দিলেন মেনন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২০ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:৫৭, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জনগন ভোট দিতে পারেনি’। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

রোববার এক বিবৃতিতে মেনন বলেন, ‘আমার একটি বক্তব্য জাতীয় রাজনীতি ও ১৪ দলের রাজনীতিতে একটা ভুল বার্তা গেছে।  বরিশাল জেলা পার্টির সম্মেলনে দেওয়া আমার বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশ বিশেষ উত্থাপন করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’ 

শনিবার রাশেদ খান মেনন গত নির্বাচন নিয়ে তার বক্তেব্য বলেছিলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’ 

তার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হয়। তবে অনেকেই বলছেন মন্ত্রিত্ব না পাওয়ায় মেনন এমন কথা বলছেন।   

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তার এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এতদিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।’

ওবায়দুল কাদের বলেন, আমরা এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাহেবের কাছে জানতে চাইব।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি