সম্পর্কে অস্বাভাবিক ১০ বিষয়
প্রকাশিত : ১৬:২০, ১৮ মে ২০১৮
 
				
					প্রেম, বিয়ে বা বন্ধুত্বের সম্পর্কে কিছু ব্যাপার অবশ্যই আছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারগুলো দেখেও না দেখার ভান করেন অনেকেই। কেউ কেউ ভেবে নেন এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ব্যাপার অবশ্যই আছে, যা কোনোভাবেই মেনে নেওয়া উচিৎ নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে ব্যাপারগুলো-
১) প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে আজকাল ভয় ভয় লাগে। তাহলে জেনে রাখুন, সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে।
২) যে সম্পর্কে সঙ্গী কুৎসিত ভাষায় গালাগাল করে বা গায়ে হাত তোলে, সে সম্পর্কে এটা মোটেও স্বাভাবিক নয়।
৩) আপনার সঙ্গী কখনোই ওয়াদা রক্ষা করেন না।
৪) ভালোবাসায় ভরা সময় কাটনোর চাইতে আপনারা ঝগড়া করেন বেশি।
৫) সঙ্গী প্রায়ই ইচ্ছাকৃতভাবে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলেন। যেমন- পাবলিক প্লেসে ঝগড়া, অন্যের সামনে আপনার সমালোচনা ইত্যাদি।
৬) সঙ্গীর আচরণে নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভুগতে শুরু করেছেন আপনি।
৭) সঙ্গী যেটা বলবেন, আপনাদের সম্পর্কে সেটাই শেষ কথা। তিনি কোনও আলোচনায় যেতে চান না।
৮) তিনি আপনাকে অকারণেই সন্দেহ করেন এবং আপনাকে প্রায়ই নিজের সাফাই গাইতে হয়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় পরীক্ষা দিয়ে দিয়ে।
৯) সঙ্গীর চাপে নিজের অনেক প্রিয় মানুষ ও বন্ধুদেরকে ত্যাগ করতে হয়েছে আপনার।
১০) তিনি আপনার মন বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না।
জীবন একটিই। আর সেই একমাত্র জীবন ভুল সম্পর্কের পেছনে নষ্ট করার মতোন বোকামি নিশ্চয় আপনি করবেন না।
একে/ এমজে
 
				        
				    

























































