ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সরকার চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:২০, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বাস্তবতা এবং পরিস্থিতির প্রেক্ষিতে সরকার চাইলে চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তবে, মেধার যুগে কোটার সুবিধা থেকে বেরিয়ে আসা উচিত বলেও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সরকারের যাচাই বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ি ৪ অক্টোবর নবম থেকে ১৩ তম গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পরই কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে মুক্তিযোদ্ধার সন্তানরা।

বিশেষজ্ঞরা বলছেন, সকল মহলকে তুষ্ট করে কোন সিদ্ধান্ত নেয়া যায় না।

সরকার চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলেও জানান তারা।

আন্দোলনরতদের বুঝিয়ে ঘরে ফেরানোর পরামর্শও দিয়েছেন বিশিষ্টজনেরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি