ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সাংসদ ফিরোজ রশীদের পুত্র বধূকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

প্রকাশিত : ১০:৫০, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পুত্রবধূকে (ছেলের বউ) নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের পেটে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফিরোজ রশীদের পুত্রবধূর নাম মেরিনা শোয়েব।   

রোববার (৭ জুলাই) রাতে ধানমন্ডি ৯/এ-এর বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ল্যাবেএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’

প্রাথমিক তদন্তে মেরিনার বরাত দিয়ে ধানমন্ডি থানা সূত্র জানায়, রাতে বাসায় কেউ ছিল না। তখন স্বামীর পিস্তল নিজেই নিজের পেটে ঠেকিয়ে গুলি করেন মেরিনা।

পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি