ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সাদিককে ফোনে যা বললেন সরওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের বাসায় গিয়েছিলেন নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল বুধবার সন্ধ্যায় বাসায় গিয়ে সরওয়ারের দেখা না পেয়ে ফোনে কথা বলেন মেয়র সাদিক।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতে বিএনপির নেতা সরওয়ারের বাসায় যান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে এ সময় বাসায় না থাকায় মজিবর রহমান সরওয়ারের তার সঙ্গে ফোনে কথা বলেন সাদিক আব্দুল্লাহ।

তিনি আরও জানান, সরওয়ার ফোনে সাদিক আব্দুল্লাহকে বলেন, আগে জানিয়ে আসলে বাসায় অপেক্ষা করতাম। জবাবে সাদিক বলেন, হঠাৎ মনে হয়েছে, তাই চলে এলাম। আজ দেখা পেলাম না, আরেকদিন আগেভাগেই ফোন দিয়ে বাসায় আসবো।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি