ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদের মাঝেই তার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ায় অবস্থিত ওই বাসায় এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনী প্রায় তিন ঘণ্টাব্যাপী পুরো ভবনে তল্লাশি চালায়। এসময় জ্যোতির কক্ষ থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহভাজন আরও চারজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে নগদ তিন লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য কিছু সামগ্রী জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা দায়ের করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে জ্যোতিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করা হবে।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ ছিল শেষ দিন।

 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি