সাভারে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত : ১৯:৩২, ৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২০, ৯ ডিসেম্বর ২০২৫
সাভারে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তাদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।
ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে পৌর এলাকার পশ্চিম রাজাশনে অভিযান চালানো হয়। এসময় ইসলাম নগরের সুলতান শেখের ছেলে ইসমাইল এবং গেরুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. শরীফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিতে জড়িত বলে জানিয়েছে ডিবি। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










