ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জামাল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জামাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুরে মগবাজার পেয়ারাবাগ এলাকায় অভিযান চারিয়ে জামাল হোসেনকে  গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি