ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সিলিং ফ্যানে ঝুলছে স্বামী, মেঝেতে স্ত্রীর মৃতদেহ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের কিশোর সন্তানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে মৃতদেহ দুটি উদ্ধার করে। 

পুলিশ জানায়, গৃহকর্তা আজমত আলীর মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। আর তার স্ত্রী ফারজানা বেগমের মৃতদেহ পড়েছিল মেঝেতে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে- স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন আজমত। 

জানা গেছে, মাছের ব্যবসা করতেন আজমত আলী আর ফারজানা চাকরি করতেন একটি এনজিওতে। তিন সন্তান রয়েছে তাদের। স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের কারণে পাশাপাশি দুটি বাসায় আলাদা থাকতে শুরু করেন তারা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ফারজানাকে হত্যার পর আজমত আলী আত্মহত্যা করেছেন।’

তদন্ত  শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুও প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলেও জানায় পুলিশ।

এমএস/এনএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি