ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সুফিয়া কামাল হল ছাত্রলীগ সভাপতি এশা বহিষ্কৃত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে হলে মারধরের অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এশাকে হল থেকে বহিষ্কার করা হবে।
এ ঘটনার পর কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা তিন দফা দাবির কথা জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো-এশার ছাত্রত্ব বাতিল, ছাত্রলীগের সব নেত্রীকে হল থেকে বহিষ্কার ও রাজনীতিমুক্ত হল ঘোষণা করতে হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি