ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

সুশাসন প্রতিষ্ঠায় আমরা সবকিছুই করব : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৯ জানুয়ারি ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার তিনি সুশাসনের প্রতি নজর রাখবেন। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সবকিছুই করব। এতে কে অপরাধী হলো আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।’

তিনি আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্প্রতিক কালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে। এ ছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি