ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেতুবন্ধন কল্যাণ সমিতির সভাপতি মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২২ সেপ্টেম্বর ২০২০

এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ

এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ

Ekushey Television Ltd.

সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতির আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হেমায়েত হোসেন।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ডেমরায় সেতুবন্ধন কনভেশন সেন্টারে সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় দায়িত্ব নেবে নতুন কমিটি।

দেশের প্রচলিত সমবায় সমিতি আইন, বিধিমালা এবং ঐ সমিতির উপ-আইন মোতাবেক গঠিত সমিতির নির্বাচন কমিটি কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিলের সকল কার্যক্রম সম্পন্ন শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিনা প্রতিদ্বন্দিতায় ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিটি। নতুন কমিটির সহ-সভাপতি হলেন- আ ন ম মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মকবুল আহমদ।

এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ, মো. আবদুর রাজ্জাক মৃধা, জিএম রইস উদ্দীন, মো. নাসির উদ্দিন, আবদুস সালাম হাওলাদার, মো. রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান বুলবুল।

প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি শাহ্ রেজাউল মাহমুদ বলেছেন, ‘সমিতির সদস্যদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

এর আগেও শাহ রেজাউল মাহমুদ ঐতিহ্যবাহী এই সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথেই।

এছাড়াও তিনি সাতশ’রও বেশি প্লট মালিকদের সংগঠন কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ কো অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত শাহ্ রেজাউল মাহমুদ।

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি