ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সৌদির হারামাইন হাই-স্পিড রেলস্টেশনে ভয়াবহ আগুন

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার আল হারামাইন রেলস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে পাঁচজন আহত হয়েছেন। নিহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 

গত বছরের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনের উদ্বোধনের পর অক্টোবরে মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির এ রেলসেবা চালু হয়।

সৌদির সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেলের দফতর জানায়, কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।তবে ফায়ার সার্ভিস দ্রুত অগ্নিনির্বাপনে কাজ করে যাচ্ছে।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ হারামাইন রেলওয়ে দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলারের এই রেললাইন গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয়।

উল্লেখ্য, সৌদি তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে চাঙা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে এই রেলস্টেশন সেটিরই অংশ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি