ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

‘সোলার ব্যবহার বাড়লে বিদ্যুৎ সাশ্রয় হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ১৫ ডিসেম্বর ২০১৭

সোলার প্যানেলের ব্যবহার বাড়ানো হলে দেশে বিদ্যুৎ সাশ্রয়ি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সোলার প্যানেল হতে উৎপাদিত বিদ্যুৎ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ বিতরণ লাইনে সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব বাসা-বাড়ি, স্টেডিয়াম, কারখানার ছাদে যদি সোলার প্যানেল বসানো হয় তাহলে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সভাপতিত্ব করেন মূখ্য সমন্বয়ক এসডিজিএস ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।

পরে বিজয় দিবস উপলক্ষ্যে রোলার স্কেটিং প্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোলার স্কেটিং প্রতিযোগিতায় ১২ জেলার ২৪টি দল অংশ নেয়।

 

 

টি

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি