ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে ওবায়দুল কাদের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:৪৪, ৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিএনপিকে ‘সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “তাদের সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। তারা গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা।”

আওয়ামী লীগ অনেক ছাড় দিয়েছে। বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করলে এবার আর বিএনপিকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার সরকার সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।”

সরকার কখনও দেশকে অস্থিতিশীল করতে চায় না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সরকার বিএনপিকে অনেক ছাড় দিয়েছে; কিন্তু সমাবেশের নামে নৈরাজ্য করলে রাজপথেই তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি