ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সৌদি পৌঁছাল হজের প্রথম ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৫ জুন ২০২২

হজের উদ্দেশ্যে ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছেছে।

রোববার (৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন বিমানমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি।

এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন।

২০১৯ সালে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি