ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

স্ট্রোকে বেঁচে যাওয়াদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ২৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

একবার স্ট্রোকের পর যারা বেঁচে যান তাদের মৃত্যুর ঝুঁকি অন্যদের চেয়ে দ্বিগুণ। তারা এক বছরের মধ্যে আরও একবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। কানাডার চিকিৎসকদের গবেষণায় এমনটি বেরিয়ে এসেছে। খবর বিবিসির।

গবেষণা প্রতিবেদনটি কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো দীর্ঘস্থায়ী ঝুঁকি তার চেয়ে আরো ভয়াবহ। স্ট্রোকের ঝুঁকি বয়স্কদের বেশি- আগে এমনটা ধারণা করা হলেও সেটিও  ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশেও এখন প্রায় পাঁচ লক্ষ লোক স্ট্রোকে আক্রান্ত।

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে

২৬ হাজার মানুষের উপর জড়িপ করে গবেষণাটি করেছেন কানাডার বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, প্রথম স্ট্রোক করার পাঁচ বছরের মধ্যে একজন মানুষের এসব ঝুঁকির শঙ্কা বেশি।

গবেষকরা বলছেন- স্ট্রোকের অন্যতম কারণ ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ধরা হলেও তার চেয়ে বড় আরো অনেক কারণ রয়েছে।  মানসিক চাপ থেকে বহু মানুষ স্ট্রোক করছেন।

 

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি