ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

স্ত্রী-কন্যা হত্যার দায়ে মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৮, ১২ জুলাই ২০১৭

মাগুরায় অন্ত:স্বত্ত্বা  স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড  হয়েছে। মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বুধবার এ আদেশ দেন।

দণ্ডিত আমিরুল ইসলাম মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার ছেলে।রায়ের সময় আমিরুল আদালতে হাজির ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার অন্ত:স্বত্তা স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

একই সময় আমিরুল তার পাঁচ বছরের মেয়ে জামিলাকে গলা টিপে হত্যা করেন। পরে দুটি লাশই বাড়ির পাশের পাটক্ষেতে মাটি চাপা দিয়ে পালিয়ে যান।

ঘটনার পরদিন কবিতার বাবা শালিখার চিলেডাঙ্গা গ্রামের রকিব মোল্লা আমিরুলকে একমাত্র আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার চার দিন পর ৯ জুন আমিরুলকে গ্রেফতার করে। পরদিন আমিরুল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক শেখ মফিজুর রহমান বুধবার বেলা ১২টায় আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

//এআর//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি