ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

স্ত্রী নির্যাতনে বিজিবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০১, ১০ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জে স্ত্রীকে নির্যাতনের দায়ে বিজিবি সদস্য ফারুক আহম্মেদ ও তার বোন বুবলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, শহরের জানপুর ব্যাংক পাড়া গ্রামের মো. মাসুদ রানার মেয়ের সঙ্গে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি রায়গঞ্জ উপজেলার নিজামগাতী গ্রামের মৃত আবু বক্কারের ছেলে বিজিবি সদস্য মো. ফারুক আহম্মেদের বিয়ে হয়। 

বিয়ের পর থেকেই এক সন্তানের জনক ফারুক ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে আপোষ মীমাংসাও হয়েছে। তারপরও যৌতুকলোভী ফারুক ও তার পরিবার স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে যান।

পরে কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ আদালতে ফারুকসহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি