ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

স্ত্রী-মেয়েসহ সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে থাকা ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্তকারী সংস্থা সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সিআইডি’র পক্ষে আবেদনটি করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, এএইচএম খায়রুজ্জামান লিটন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান হতে ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ। 

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি খায়রুজ্জামান লিটন তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত অপরাধ হতে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করিয়াছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাইতেছে।

অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ৪১ ব্যাংক হিসাবসমূহে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যাতে উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারে, সেজন্য ব্যাংকের হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি